E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত

২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৮:০৯:১৩
দেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ জন ঢাকা মহানগরীর বাসিন্দা, বাকি ১ জন রাজশাহীর, ১ জন পাবনার ও ১ জন নাটোরের। তবে এসময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৬৪ জনে। এসময়ে করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। এতে করোনায় মৃতের সংখ্যা অপরিবর্তিত ২৯ হাজার ৪৪৫ জন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে চলমান ৮৮৪টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় দুই হাজার ৮৪৪ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৮৭২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৩৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৭৬১ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ১৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test