E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

করোনায় আরও ৬১১ মৃত্যু, শনাক্ত এক লাখ ১৩ হাজার

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১১:৪৩:১৬
করোনায় আরও ৬১১ মৃত্যু, শনাক্ত এক লাখ ১৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬১১ জন মারা গেছেন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৪১৭ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯০ হাজার ৯৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৩৪৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ১০ লাখ ২৫ হাজার ১৮৯ জন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ৯৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৯৮৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪২ হাজার ৩৭০ জনে।

এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ১৪১ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬০৬ জনের। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ষষ্ঠ স্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ৫৬৯ জন। এদের মধ্যে ৭১ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৩৩ জন, রাশিয়ায় ৩৮ জন, তাইওয়ানে ৭৮ জন এবং ফ্রান্সে ২৮ জন।

আলোচ্য সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ জন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test