E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

করোনায় আরও ৪০০ মৃত্যু, শনাক্ত সোয়া ২ লাখ

২০২২ অক্টোবর ১৭ ১২:২৩:৪১
করোনায় আরও ৪০০ মৃত্যু, শনাক্ত সোয়া ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৮৩১ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৪৩২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৯ লাখ ৪২ হাজার ৭৮৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৮৭১ জন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ৪১ হাজার ৯৭৩ জনের। এসময়ে সবেচেয়ে বেশি ৯৪ জন মারা গেছেন রাশিয়ায়।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৪৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১২৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৫৩৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৬১ লাখ ৬৮ হাজার ৩৫৩ জন।

এছাড়া ইতালিতে একদিনে মারা গেছেন ৩২ জন, দক্ষিণ কোরিয়ায় ৩২ জন, জাপানে ৪৭ জন, তাইওয়ানে ৬৫ জন ও ফিলিপাইনে ৩৩ জন মারা গেছেন।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৪০১ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৩৫১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে।

(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test