E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

করোনায় আরও চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

২০২২ অক্টোবর ১৪ ১৮:৪১:০১
করোনায় আরও চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

স্টাফ রিপোর্টার : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের দুজনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে। অন্যদের মধ্যে একজনের বয়স ৩১-৪০ এবং অন্যজনের ৫১-৬০ বছরের মধ্যে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা। আর সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা যান। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৪৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ।

শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের ৮৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮১০টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

এদিকে, দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test