E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

করোনায় ১১৭৭ মৃত্যু, শনাক্ত সোয়া ৫ লাখ

২০২২ অক্টোবর ০৫ ১১:৫৬:৩৯
করোনায় ১১৭৭ মৃত্যু, শনাক্ত সোয়া ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৭৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৮০৩ জন। আগের দিন মারা গেছেন ৭১৫ জন ও সংক্রমিত হন ১ লাখ ৮৪ হাজার ২৭৩ জন।

বুধবার (৫ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ১৪৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫৩ হাজার ৬০ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৪২ লাখ ২৮ হাজার ১০৭ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। আক্রান্তের দিক থেকে তালিকার ৫ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৩ হাজার ৫৩২ জন ও মারা গেছেন ১২৮ জন। এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৫০ হাজার ১৯২ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৪ লাখ ৩০ হাজার ৪০০ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জার্মানির পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৮৯ হাজার ১৮৫ জন এবং মারা গেছেন ৭৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার ১৩৫ জন, মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ২৭২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮৫ হাজার ৩৬৬ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৪। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮৩ লাখ ৮ হাজার ৯৫৬ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৮৯০ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৭ হাজার ৫৬৫ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৭২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৭৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test