E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আরও ৪২১ রোগী শনাক্ত, সংক্রমণের হার ৯ শতাংশ ছাড়ালো

২০২২ সেপ্টেম্বর ১২ ১৮:০৩:৫৮
আরও ৪২১ রোগী শনাক্ত, সংক্রমণের হার ৯ শতাংশ ছাড়ালো

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ৩৩৪ জনই।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪২১ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৯.২৩ শতাংশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হয়। একই সময়ে ৩১০ জন রোগী শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৮৭ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ৫৬৪টি নমুনা সংগ্রহ ও চার হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়।

এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

এদিকে, আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test