E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিশ্বে করোনা শনাক্ত ৫৮ কোটি ছাড়ালো

২০২২ জুলাই ৩০ ১৩:৪৭:৩৫
বিশ্বে করোনা শনাক্ত ৫৮ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৯১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ১৭৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ১৭৯২ জন। সেসময়ে নতুন করে ৮ লাখ ২২ হাজার ৪৬৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এই হিসাবে একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৭ হাজার ৩২৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৭ লাখ ১২৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৭১৩ জন।

শনিবার (৩০ জুলাই) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে এ সময় ২ লাখ ৩০ হাজার ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় জাপানে করোনায় মারা গেছেন ১১৬ জন।

আলোচ্য সময়ে করোনায় সবচেয়ে বেশি ২৮৬ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ সময়ে ৯৯ হাজার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ১৮৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ২০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৮০ লাখ ১১ হাজার ৭৮৩ জন।

সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশটিতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৯০৯ জনে। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ২৫৮ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২২৮ জন, ইতালিতে ২৪৪ জন, অস্ট্রেলিয়ায় ১৫৭ জন, মেক্সিকোয় ১১৩ জন, স্পেনে মারা গেছেন ১০৯ জন।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৫ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫৫ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে।

(ওএস/এএস/জুলাই ৩০, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test