E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

২০২২ ফেব্রুয়ারি ০৩ ১১:৪২:৫৯
রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাপাইনবাবগঞ্জ জেলার একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাকিদের মধ্যে রাজশাহীর তিনজন ও নাটোরের একজন উপসর্গে মারা যান। এর আগেরদিন দুজন করোনায় ও একজন উপসর্গে মারা গিয়েছিলেন।

করোনা সংক্রমণের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ রয়েছে, দুই ল্যাবে মোট ৬৪৮টি নমুনা পরীক্ষায় ২৪৮ জন শনাক্ত হন। এর মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষায় ৯২ জন শনাক্ত হন।

অপরদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ৪৬২টি নমুনা পরীক্ষায় ১৫৬ জন শনাক্ত হন।

মেডিকেল কলেজের ল্যাবে ৪৬২ জনের মধ্যে রাজশাহীর ২৫০টি জনের নমুনা পরীক্ষায় ৯১ জন শনাক্ত হন। অন্যদিকে জয়পুরহাটের ৬ জনের নমুনায় করোনা ধরা পড়েনি। এছাড়া চাপাইনবাবগঞ্জের ৭৯ জনের মধ্যে ৩৫ জন ও নাটোরের ১২৮ জনের মধ্যে ৩০ জনের করোনা ধরা পড়ে। রামেকের দুই ল্যাবের প্রতিবেদন অনুসারে রাজশাহীর মোট আক্রান্তের সংখ্যা ১৮৩ জন।

এদিকে রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৯১ শতাংশ। এর আগের দিন রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪০ শতাংশ।

প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মোট ৬৫ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৩৯ জন ও সন্দেজনক রোগীর সংখ্যা ২৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test