E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিজের সিদ্ধান্তে ওষুধ খেয়ে স্বামীর মৃত্যু, মৃত্যুশয্যায় স্ত্রী

২০২০ মার্চ ২৪ ১০:৪৪:৪৪
নিজের সিদ্ধান্তে ওষুধ খেয়ে স্বামীর মৃত্যু, মৃত্যুশয্যায় স্ত্রী

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। লম্বা হচ্ছে লাশের মিছিল। মারণ এই ভাইরাসে এরই মধ্যে প্রাণ গেছে ১৬ হাজার ৫১০ জনের। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮৬৯ জনের।

নতুন এই ভাইরাসটির উৎপত্তি চীনের উহান থেকে। ভাইরাসটি নতুন হওয়ায় এখনও পর্যন্ত এর নির্দিষ্ট কোনও প্রতিষেধক বাজারে নেই। এমনকি গবেষকরাও এখনও পর্যন্ত এর কোনও প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি। এমতাবস্থায় প্রচলিত নিয়মেই চলছে চিকিৎসা।

এদিকে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার এক ব্যক্তি করোনাভাইরাসের চিকিৎসায় নিজের থেকেই ক্লোরোকুইন ফসফেট খেয়ে মারা গেছেন। তার স্ত্রী ক্লোরোকুইন ফসফেট খেয়ে এখন মৃত্যুশয্যায়। জানা গেছে, রাসায়নিকটি ম্যালেরিয়া চিকিৎসায় স্বল্পমাত্রায় ব্যবহার করা হয়। তবে বাণিজ্যিকভাবে এটি ব্যবহার হয় মাছের ট্যাঙ্ক পরিষ্কারের জন্য।

কিছু গবেষণায় প্রাথমিকভাবে দেখা গেছে, ক্লোরোকুইন কার্যকর হতে পারে সার্স করোনাভাইরাস-২ এর ক্ষেত্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক এর আগে বলেছেন, করোনাভাইরাস ঠেকাতে ক্লোরোকুইন সহায়তা করবে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য মানুষজন নিজের মতো করে উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। তবে নিজের থেকে এ রোগের চিকিৎসা করার চেষ্টা করাটাই বোকামি। এমনকি ভুল সিদ্ধান্তের কারণে প্রাণও যেতে পারে। সূত্র: সিএনএন

(ওএস/অ/মার্চ ২৩, ২০২০)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test