E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অভ্যন্তরীণ রুটে বিমানের আরও ২০ ফ্লাইট বাতিল

২০২০ মার্চ ১৯ ২০:৪৩:০৭
অভ্যন্তরীণ রুটে বিমানের আরও ২০ ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের তপ্ত নিঃশ্বাস এখন বাংলাদেশের ওপর। ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। লকডাউন করা হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা। বাংলাদেশ বিমান ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ করেছে। এবার ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অভ্যন্তরীণ রুটে আরও ২০টি ফ্লাইট বাতিল করেছে প্রতিষ্ঠানটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২১ থেকে ২৩ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে আরও ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানের তথ্য মতে, ২১ মার্চ ঢাকা-কক্সবাজার-ঢাকার একটি, ঢাকা-চট্টগ্রাম-ঢাকার একটি ও ঢাকা-সিলেট-ঢাকার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২২ মার্চ ঢাকা-বরিশাল-ঢাকার দু’টি ফ্লাইট, ঢাকা-সিলেট-ঢাকা রুটের দু’টি, ঢাকা-যশোর-ঢাকার দু’টি, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের দু’টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একইদিনে আরও দু’টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে গন্তব্য জানা যায়নি। ২৩ মার্চ ঢাকা-সৈয়দপুর-ঢাকার দু’টি, ঢাকা-রাজশাহী-ঢাকা দু’টি, ঢাকা-কক্সবাজার-ঢাকার একটি, ঢাকা-চট্টগ্রাম-ঢাকার দু’টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে বুধবার (১৮ মার্চ) যাত্রী স্বল্পতার কারণে অভ্যন্তরীণ রুটের আটটি ফ্লাইট বাতিল করে বিমান।

এদিকে করোনা ভাইরাসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারত, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। আর আন্তর্জাতিক রুটে বর্তমানে ঢাকা-লন্ডন-ঢাকা, ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা ও ঢাকা-ব্যাংকক-ঢাকা ফ্লাইট চালু রয়েছে।

(ওএস/অ/মার্চ ১৯, ২০২০)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test