E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কচুয়ায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

২০১৫ ডিসেম্বর ৩১ ১৮:০০:২৩
কচুয়ায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় নির্বাচনোত্তর দুই কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এ সময় আটক করা হয়েছে দুজনকে ।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কচুয়া বাজারের সাবেক কোর্ট বিল্ডিংয়ের কাছে এ ঘটনা ঘটে ।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হালিমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, বিজয়ী কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন ও অপর এক প্রার্থী কামাল হোসেন গাজীর সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কচুয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি ছুড়ে। পরে পরিস্থিতি সামাল দিতে বিজিবিও ঘটনাস্থলে আসে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইবরাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test