E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নন্দীগ্রামে কাউন্সিলর পদে ১২জন নির্বাচিত

২০১৫ ডিসেম্বর ৩১ ১৭:০০:০৯
নন্দীগ্রামে কাউন্সিলর পদে ১২জন নির্বাচিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৌরসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে উল্লাসের মাতোয়ারা। রং ছিটিয়ে আনন্দে মেতেছে পৌরবাসী। গত বুধবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ৯জন সাধারন কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

১নং ওয়ার্ডে ফজলুল হক বাচ্চু (পাঞ্জাবি) ৫৪৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাইদুল ইসলাম মিলন (উটপাখি) ৫১৬ভোট। ২নং ওয়ার্ডে কালিদাস সরকার (উটপাখি) ৫১৫ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওবাইদুল হক (পানির বোতল) ৩৫৯ভোট। ৩নং ওয়ার্ডে আলী হাসান (পানির বোতল) ৫৪০ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেকেন্দার আলী (পাঞ্জাবি) ৪৬০ভোট, ৪নং ওয়ার্ডে রহমত আলী (উটপাখি) ৮০৬ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহেদুল ইসলাম (ডালিম) ৫৭৪ভোট, ৫নং ওয়ার্ডে আব্দুর রশিদ (ডালিম) ৪৯১ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম (উটপাখি) ২৭২ভোট, ৬নং ওয়ার্ডে বেলায়েত হোসেন আদর (ডালিম) ৫৬০ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আখতারুজ্জান উজ্জল (উটপাখি) ৫০২ভোট, ৭নং ওয়ার্ডে জালাল উদ্দিন (উটপাখি) ৪৬৮ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওবাইদুর রহমান (পাঞ্জাবি) ৩৬১ভোট, ৮নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (উটপাখি) ৫৬০ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম অপু (পানির বোতল) ৫২৯ভোট, ৯নং ওয়ার্ডে আনিছুর রহমান (পাঞ্জাবি) ৫৩৯ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু সাঈদ মিলন (ডালিম) ৫২৪ভোট পেয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে রতœা বেগম (আঙ্গুর) ৩হাজার ৪৬৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন খালেদা বেগম (কাঁচি) ৯৭৭ভোট। ৪,৫,৬ নং ওয়ার্ডে সাফিয়া আকতার তৃষ্ণা (কাঁচি) ২হাজার ৪৭ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পরিমুন বেগম (আঙ্গুর) ১হাজার ৫৪৯ভোট। ৭,৮,৯ নং ওয়ার্ডে অনিতা রানী (কাঁচি) ৮৮৬ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিনা খাতুন (ভ্যানিটি ব্যাগ) ৭৮৭ভোট পেয়েছেন।

(এমকে/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test