E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে আ’লীগের জাহাঙ্গীর বিশ্বাস, কালিয়ায় স্বতন্ত্র প্রার্থী লিটন জয়ী

২০১৫ ডিসেম্বর ৩১ ১৫:৪৪:৫৮
নড়াইলে আ’লীগের জাহাঙ্গীর বিশ্বাস, কালিয়ায় স্বতন্ত্র প্রার্থী লিটন জয়ী

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাস এবং কালিয়ায় স্বতন্ত্র প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাস নৌকা প্রতীকে পেয়েছেন ১১হাজার ৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী জুলফিকার আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬হাজার ৩৭১ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কৃত) অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস (নারকেল গাছ) ১হাজার ৩৭৭ ভোট, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক (বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কৃত) সরদার আলমগীর হোসেন (জগ) ২হাজার ৬৩৪ ভোট, জাতীয়পার্টি সমর্থিত অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল) ৯৬ ভোট, জাসদের সৈয়দ আরিফুল ইসলাম পান্তÍ (মশাল) ১১৭ ভোট, ওয়ার্কার্স পার্টির পারভেজ আল বাচ্চু (হাতুড়ী) ১৬১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ আনোয়ার হোসেন আম প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট।

এই পৌরসভায় কেন্দ্র সংখ্যা ছিল ১৪টি এবং ভোটার সংখ্যা ছিল ২৯হাজার ৪৫০ জন। বৈধ ভোটার সংখ্যা ২১ হাজার ৪১৯ ভোট এবং ভোট প্রয়োগ হয়েছে ৭২.৭৩% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিক ভোটকারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিকাল ৩টার দিকে সোহরাব হোসেন বিশ্বাস, সরদার আলমগীর হোসেন আলম, জাসদের সৈয়দ আরিফুল ইসলাম পান্তÍ নির্বাচন বর্জন করেন।

কালিয়া পৌরসভা : কালিয়া পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র পূর্বকালিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত থাকায় বাকি ৮টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্রপ্রার্থী আওয়ামীলী নেতা ফকির মুশফিকুর রহমান লিটন চামচ প্রতীকে ৩হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান মিলু (ধানের শীষ) ২৬১টি ভোট, আওয়ামীলীগ সমর্থিত ওয়াহিদুজ্জামান হিরা নৌকা প্রতীকে ১ হাজার ৭৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা বিএম এমদাদুল হক টুলু (নারকেল গাছ) ১হাজার ৩৪৯ভোট, কালিয়া উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সোহেলী পারভীন নিরী (জগ) ৪৯৫ভোট, স্বতন্ত্র প্রার্থী আ’লীগের মোঃ লায়েক শেখ (মোবাইল ফোন ) ২৬৮ভোট ও স্বতন্ত্র পার্থী এসএম ইকরাম রেজা পেয়েছেন (হ্যাঙ্গার) পেয়েছেন ৯৮৭ ভোট।

এর আগে আ’লীগের প্রার্থী নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা কেন্দ্র দখল করে ভোট কাটার অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী এসএম ওয়াদিুজ্জামান মিলু ভোট বর্জন করেন। ভোট কাটার ঘটনায় নৌকা প্রতীকের এক পোলিং এজেন্টকে ছয় মাসের জেল দেয়ায় এবং ভোট কারচুপির অভিযোগে বিকাল সাড়ে তিনটায় আ’লীগ সমর্থিত প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা নির্বাচন বর্জন করেন এবং পুনঃনির্বাচনের দাবি জানান।

(টিএআর/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test