E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত

২০১৫ ডিসেম্বর ৩১ ১৪:৩০:০৩
চাটমোহরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শেহেলী লায়লা পৌরসভার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন।

ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল জগ প্রতীকে ৩ হাজার ৫৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এসএম আব্দুল মান্নান মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯০৩ ভোট।

এছাড়া বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু ধানের শীষ প্রতীকে ১ হাজার ২২১ ভোট, আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো নৌকা প্রতীকে ৭৫৬ ভোট পেয়েছেন। এছাড়া জাসদের আবুল বাশার শেখ (মশাল) পেয়েছেন ৫২ ভোট। নির্বাচনে ১০ হাজার ৮৫৯ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৮ হাজার ৪৭০ জন। বাতিল ভোটের সংখ্যা ১২৫টি।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test