E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুক্তাগাছায় একই মার্কায় চাচা ভাতিজা নির্বাচিত

২০১৫ ডিসেম্বর ৩১ ১৪:২৬:১৫
মুক্তাগাছায় একই মার্কায় চাচা ভাতিজা নির্বাচিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনিত প্রার্থী শহীদুল ইসলাম শহীদ ধানের শীষ প্রতীক নিয়ে ৯ হাজার ২৪৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতাউর রহমান লেলিন (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৪১৫ ভোট । স্বতন্ত্র প্রার্থী দেবাশীষ ঘোষ বাপ্পী (নারিকেল গাছ) প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুল হাই আকন্দ (নৌকা) ৩ হাজার ৯শ ১৯ ও জাসদ মনোনীত শরীফুল ইসলাম বিপ্লব (মশাল) পেয়েছেন ১শ ৪ ভোট।

নির্বাচিত কাউন্সিলরগণ হলেন, ১ নং ওয়ার্ড সালাম তালুকদার (জাপা) ১৩৯৩ ভোট। ২নং ওয়ার্ড মোহাম্মদ আলী ১০৮০ ভোট, ৩নং ওয়ার্ড রিয়াজ উদ্দিন সিরাজ ৮৬৯ ভোট, ৪নং ওয়ার্ড আমজাদ হোসেন ১০৬৬ ভোট , ৫নং ওয়ার্ড আঃ হালিম ১২৭৯ ভোট, ৬নং ওয়ার্ড মঞ্জুরুল হক ১৬৯৭ ভোট, ৭নং ওয়ার্ড মির্জা আবুল কালাম ১৪৭৯ ভোট, ৮নং ওয়ার্ড হানিফ মির্জা ৮৪৫ ভোট ও ৯নং ওয়ার্ড বজলুর রশিদ পেয়েছেন ৯৪৩ ভোট।

সংরক্ষিত কউিন্সিলর পদে ১-২-নং ওয়ার্ডে বুলবুলি আক্তার ২১৩৭ ভোট, ৪-৫-৬ নং ওয়ার্ডে হেমারাণী দাস ২২১০ ভোট এবং ৭-৮-৯ নং ওায়ার্ডে আসমা আক্তার ৩৩২০-ভোট।

(এমডি/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test