E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নারী পুলিশকে ধর্ষণের দায়ে কনস্টেবল গ্রেফতার

২০১৭ আগস্ট ২০ ১২:৪০:১৭
নারী পুলিশকে ধর্ষণের দায়ে কনস্টেবল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের এক নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

গত শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে রাজারবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা।

এরআগে ওইদিন রাত সাড়ে ৮টায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই নারী পুলিশ সদস্য। মামলা নম্বর ৩৪। মামলার এজাহারে কনস্টেবল আরিফুলের বিরুদ্ধে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ’ করার কথা উল্লেখ করা হয়েছে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস জানান, মাসখানেক আগে মালিবাগের হোটেল মৌচাকের ষষ্ঠ তলার ৬০৬ নম্বর কক্ষে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারী পুলিশ সদস্যকে ধর্ষণ করেন আরিফুল, এমন অভিযোগ করা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাতেই ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয় বলেও তিনি জানান।

(ওএস/এসপি/আগস্ট ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test