E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৯ মে পর্যন্ত চলবে ১৫তম অধিবেশন

২০১৭ মে ০৩ ১২:১৬:১৮
৯ মে পর্যন্ত চলবে ১৫তম অধিবেশন

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয়েছে। ২রা মে মঙ্গলবার বিকাল পৌঁনে পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত।

প্রতিদিন বিকাল পাঁচটায় সংসদের বৈঠক বসবে। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশন শুরুর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ অধিকাংশ এমপি মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই অধিবেশন ১০টি বিল নিয়ে কার্যক্রম চলতে পারে। এর মধ্যে ৫টি বিল কমিটিতে বিবেচনাধীন রয়েছে। পাসের অপেক্ষায় রয়েছে ২টি আর উত্থাপনের অপেক্ষায় রয়েছে ৩টি। পাসের অপেক্ষায় থাকা বিল দুটি হল বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল,২০১৭ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল,২০১৭।

অন্যদিকে কমিটিতে বিবেচনাধীন বিল পাঁচটি হল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল, ২০১৬, বাংলাদেশ ইপিজেড শ্রম বিল,২০১৬, Cod of civil Procedure (Amendement)Bill, 2017, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল,২০১৭ ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল,২০১৭।

উত্থাপনের অপেক্ষায় থাকা বিল তিনটি হল বেসরকারি বিমান চলাচল বিল, ২০১৭, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল, ২০১৭ ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭।

এর আগে সংসদের ১৪তম অধিবেশন ১১ মার্চ শেষ হয়। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এই বাধ্যবাধকতা থেকেই এই অধিবেশন বসছে।

(ওএস/এসপি/মে ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test