E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সব বিমানবন্দর ও কারাগারে রেড অ্যালার্ট

২০১৭ মার্চ ১৭ ১৬:১১:০২
সব বিমানবন্দর ও কারাগারে রেড অ্যালার্ট

স্টাফ রিপোর্টার : রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দেশের সব বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একইসঙ্গে দেশের সব কারাগার ও নদী বন্দরেও অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গণসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান মুহিন বিমানবন্দরে রেড অ্যালার্টের তথ্য নিশ্চিত করে বলেন, আশকোনার ঘটনার পর অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কারাগারে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বলেন, কারাগারগুলোতে এমনিতেই সবসময় রেড অ্যালার্ট জারি থাকে। তবে হামলার পর আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক যুবক। ওই ঘটনায় হামলাকারী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া হামলায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এএস/মার্চ ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test