E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশে জঙ্গিবাদ কমে আসছে’

২০১৬ জুলাই ২২ ২০:০১:২৯
‘দেশে জঙ্গিবাদ কমে আসছে’

রাঙ্গামাটি প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দেশে জঙ্গিবাদ ও তৎপরতা অনেকটা কমে আসছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার হলে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে।

শুক্রবার দুপুরে রাঙ্গামাটিতে নবনির্মিত জেলা পুলিশের অফিসার্স মেস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

জেলা পুলিশের আবাসন সুবিধার জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে গণপূর্ত বিভাগ। শহরের পৌরসভা ভবন সংলগ্ন এলাকায় নির্মিত মেস ভবনটি উদ্বোনকালে আইজি ছাড়াও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা পুলিশের অফিসার্স মেস উদ্বোধন ছাড়াও বিকালে সুখী নীলগঞ্জের পুলিশ লাইন প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা পুলিশের বিশেষ সভায় এবং ভেদভেদীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় যোগ দেন আইজি।

মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, দেশে জঙ্গি ও তাদের তৎপরতা আছে। কিন্তু অভিযানে এ পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ক্রসফায়ারেও অনেকে মারা গেছে। সারা দেশে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিদের দমিয়ে রাখা সম্ভব হচ্ছে।

(ওএস/এএস/জুলাই ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test