E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘গুলশান হামলা মেট্টোরেলে প্রভাব পড়বে না’

২০১৬ জুলাই ১৪ ১৪:৪৬:৫২
‘গুলশান হামলা মেট্টোরেলে প্রভাব পড়বে না’

স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় চলমান মেট্টোরেলের কাজে কোনো প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাবুবাজার ব্রিজের সামনে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।

মিটারবিহীন সিএনজিচালিত অটোরিকশা, হেলমেটবিহীন মোটরসাইকেল, ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে বাবুবাজার, মানিক মিয়া এভিনিউ, কালশী ও ধানমন্ডি এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

চলমান অভিযানে ঢাকায় ৯৫ শতাংশ মোটরসাইকেলের যাত্রী নিয়ম-কানুন মানেন। ঢাকা যখন ঠিক হয়েছে সারাদেশ ঠিক হয়ে যাবে বলে আত্মবিশ্বাস রয়েছে, বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, এদেশে যানজট ও দুর্ঘটনারোধে ফোরলেন, ৮ লেন, ফ্লাইওভার, মেট্টোরেল, এলিভেটেডে এক্সপ্রেস করে ঠেকানো যাবে না। এজন্য মানসিকতা পরিবর্তন হওয়া দরকার।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু করা চ্যালেঞ্জ না, পদ্মাসেতু ও মেট্টোরেল হয়ে যাচ্ছে। কাজ বন্ধ করার কোনো কারণ এখনো হয়নি। এগুলোর বেনিফিট পাবেন যখন রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে।

সড়ক ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। এ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা ফিরিয়ে আনা। শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত ধারাবাহিক অভিযান চলবে বলে জানান তিনি।

গুলশান হামলায় মেট্টোরেলে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আর্টিজানে হামলায় চলমান মেট্টোরেল-৬ এর টেকনিশিয়ান, এক্সপার্ট, ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট মারা যাননি।

জাপানিদের প্রশংসা করে মন্ত্রী বলেন, গুলশানে যে ৭ জাপানি নাগরিক মারা গেছেন তারা মেট্টোরেল-১ ও ৫ এর ফিজিবিলিটি স্টাডির এক্সপার্ট। ফিজিবিলিটির যিনি প্রধান ছিলেন তিনি মারাত্বকভাবে আহত হয়েছেন। তাকে টোকিওতে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালের বেডে বসে তিনি বলেছেন, সুস্থ হয়ে বাংলাদেশে কর্মস্থলে ফিরে যাবো। আমার জব ও ডিউটি শেষে আবার দেশে ফিরে আসবো। এর মধ্যে প্রমাণিত হয় মেট্টোরেল-১ ও ৫ এর ফিজিবিলিটি স্টাডিও চলবে।

মেট্টোরেলের কাজ পাওয়া কোম্পানি থেকে বলা হয়েছে, যেসব লোক মারা গেছেন সেই মানের অভিজ্ঞ লোক পাওয়া যাবে না। কিন্তু লোক আছে, কাজের কোনো ক্ষতি হবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

বাবুবাজার ব্রিজ এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোটরসাইকেল, হিউম্যান হলারসহ ১৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা, ডাম্পিং ও সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test