E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২০ রোজার মধ্যে বেতন-বোনাসের দাবিতে মানববন্ধন

২০১৬ জুন ১০ ১৪:২৮:৩১
২০ রোজার মধ্যে বেতন-বোনাসের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ২০ রোজার মধ্যে সব বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের ঈদ বোনাসসহ চলিত জুন মাসেরও পূর্ণ বেতন-ভাতার দাবি জানান।

মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আলমগীর রনি, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহাতাব উদ্দিন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি রোকেয়া সুলতানা আঞ্জু বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০ রমজানের মধ্যেই শ্রমিকদের সব বেতন-ভাতা পরিশোধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে কোনো ধরনের গড়িমসি সহ্য করা হবে না। বর্তমানে দেশ ও সমাজ এগিয়ে যাচ্ছে। অথচ শ্রমিকদের কোনো উন্নতি নেই।

বেতন ভাতা প্রসঙ্গে বক্তারা আরও বলেন, এবার ঈদ-উল ফিতর আগামী ৫ অথবা ৬ জুন অনুষ্ঠিত হবে। শ্রমিকরা যেন এর আগেই সব পায় সরকারকে এ বিষয়ে নজরদারি করতে হবে। কোনো টালবাহনা বরদাস্ত করা হবে না।

বক্তারা আরও বলেন, ঈদের সময় শ্রমিকরা ৩ দিন অতিরিক্ত সরকারি ছুটি পান। অথচ অনেক কারখানা সরকারি ছুটির জন্য অতিরিক্ত কাজ করিয়ে নিচ্ছে। এটা জরুরি ভিত্তিতে বন্ধ করতে হবে। ঈদের ছুটি শ্রমিকের ন্যায্য অধিকার।

(ওএস/এএস/জুন ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test