E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাদ পড়া আদিবাসীদের নতুন গেজেটে আনার দাবি

২০১৬ মে ৩০ ১৫:২২:৫৯
বাদ পড়া আদিবাসীদের নতুন গেজেটে আনার দাবি

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ তালিকায় বাদ পড়া আদিবাসীদের নতুন গেজেটে অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ও আইইডি আয়োজিত বাদ পড়া আদিবাসীদের সরকারি গেজেটে অর্ন্তভুক্ত করতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, যারা যারা নিজেদের আলাদা জাতিসত্ত্বার দাবি করে তাদের সরকারি গেজেটে অর্ন্তভুক্ত করা সরকারের দায়িত্ব। বর্তমানে ২৭টি ক্ষুদ্র-নৃগোষ্ঠী সংবিধানে অর্ন্তভুক্ত করা হয়েছে। এ তালিকা থেকে বাদ পড়া রবিদাস, রাজবংশী, রাউতিয়া ও বনো-রাসহ আরো ২৩টি নৃগোষ্ঠীকে অবিলম্বে অর্ন্তভুক্তি করার উদ্যোগটি জাতীয় গুরুত্বর্পণূ বিষয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আদিবাসীদের নিয়ে সরকার নাটক করছে। আদিবাসীদের নাম ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখা হয়েছে। কিছু নৃগোষ্ঠীকে যখন গেজেটে অর্ন্তভুক্ত করা হয়েছে, বাকিগুলোকেও করতে হবে। তাই দেরি না করে দ্রুত এ সমস্যার সমাধান করা হউক।

এজন্য সরকারের পক্ষ থেকে সবোর্চ্চ মহল অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা সংসদে আলোচনা করে, সংসদে নতুন আইন প্রণয়ন করলেই বিষয়টির অতিদ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নেতারা দাবি করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ এর ২৩ নং আইনে ২৭টি নৃগোষ্ঠীর নাম অর্ন্তভুক্ত করা হয়েছে। এর ফলে তালিকায় বাইরে থাকা আদিবাসীরা সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সুবিধা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। প্রতিনিয়তই বৈষম্যের শিকার হচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

(ওএস/এএস/মে ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test