E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অটিজম আক্রান্ত শিশুদের জন্য এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ প্রোগ্রাম

২০২৫ এপ্রিল ২৮ ১৭:৪৩:৫৬
অটিজম আক্রান্ত শিশুদের জন্য এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ প্রোগ্রাম

বিশেষ প্রতিনিধি : এক বছর পূর্বে অটিজম আক্রান্ত শিশুদের জন্য প্রথমবারের মতো পরিচালিত ট্রাভেল রিহার্সাল প্রোগ্রামের সফলতায় অনুপ্রাণিত হয়ে এমিরেটস বিশ্বের ১৭টি নগরীতে এটি পরিচালনা শুরু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিশুরা সত্যিকারের ফ্লাইটের জন্য বিমানবন্দরে যেসকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় তার সম্পর্কে বাস্তবিক অভিজ্ঞতা লাভ করার সুযোগ পাচ্ছেন।এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ট্রাভেল রিহার্সাল’ প্রোগ্রামের খবর জানিয়েছে।

বর্তমানে এই প্রোগ্রামটি বার্সেলোনা, ব্রীজবেন, বুদাপেস্ট, সেবু, প্রাইস্টচার্চ, দুবাই, ডার্বান, লুয়ান্ডা, মাদ্রিদ, ম্যানিলা, মরিশাস, ম্যানচেস্টার, মন্ট্রিয়েল, নীস, অসলো, প্যারিস এবং টরন্টোতে পরিচালিত হচ্ছে। প্রতি মাসেই নতুন নতুন শহর এই তালিকায় যুক্ত হবে।

ট্রাভেল রিহার্সাল পরিচালনায় পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে বিমানবন্দর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় অটিজম সেন্টার এবং ফাউন্ডেশনগুলো। বর্তমানে, শুধুমাত্র আমন্ত্রনের ভিত্তিতে এই সেবা প্রদান করা হচ্ছে। শিশুদের অভিভাবক, থেরাপিস্ট এবং শিক্ষকরাও রিহার্সাল প্রোগ্রামে অন্তর্ভূক্ত হচ্ছেন।

এমিরেটস প্রথমবারের মতো ২০২৩ সালে এই ট্রাভেল রিহার্সাল কনসেপ্ট চালু করে। এতে সহায়তা করে দুবাই অর্থনীতি ও পর্যটন দপ্তর, দুবাই এয়ার রুটস, দুবাই পুলিশ ও কাস্টমসসহ দুবাইয়ের বিভিন্ন অটিজম স্কুল এবং সেন্টার। তাদের সকলের ফিডব্যাকের ভিত্তিতেই পরবর্তীতে এই কনসেপ্টটিকে ব্যবহারিক রুপ দেয়া হয়।

অধিকাংশ অটিজম আক্রান্ত শিশুদের জন্য আকাশভ্রমণ অত্যন্ত চ্যালেঞ্জিং একটি অভিজ্ঞতা। AutismTravel.com এর একটি পরিসংখ্যানে দেখা গেছে ৭৮ শতাংশ পরিবার তাদের অতিজম আক্রান্ত শিশুদের নিয়ে নতুন কোনও স্থানে ভ্রমণে সর্বদাই দ্বিধান্বিত। তবে, ৯৪ শতাংশ পরিবার অটিজম প্রশিক্ষিত এবং সনদপ্রাপ্ত স্টাফ রয়েছে এমন স্থানে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিশ্বের প্রথম অটিজম সনদপ্রাপ্ত এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে এমিরেটস। অটিজিওম আক্রান্ত শিশুদের ভ্রমণে সহায়তা প্রদানের জন্য এয়ারলাইনটির রয়েছে ৩০ হাজারের অধিক প্রশিক্ষিত কেবিন ক্রু এবং গ্রাউন্ড স্টাফ।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test