E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংস্কার কমিশনের ১৩৮ সুপারিশে একমত গণসংহতি আন্দোলন

২০২৫ এপ্রিল ২৭ ১৯:১৭:২২
সংস্কার কমিশনের ১৩৮ সুপারিশে একমত গণসংহতি আন্দোলন

স্টাফ রিপোর্টার : গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সবগুলো সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১৩৮টিতে একমত হয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। আজ রবিবার দুপুরে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

জোনায়েদ সাকী বলেন, সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়, নির্বাচন ছাড়া সংস্কার কিংবা পরিবর্তন সম্ভব নয়। এছাড়া মৌলিক সংস্কারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার বলেও মনে করে গণসংহতি আন্দোলন।

তিনি আরও বলেন, কীভাবে ন্যূনতম ঐকমত্য তৈরি করা যায় সেজন্য বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হবে। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে। এবং যেগুলোতে মতভেদ থাকবে তা জনগণের সামনে তুলে ধরা হবে।

(ওএস/এসপি/এপ্রিল ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test