E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘চলিত বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে’

২০২৫ এপ্রিল ২৬ ১২:৪৫:১২
‘চলিত বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে’

স্টাফ রিপোর্টার : চলিত বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। 

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘পরিবেশ বাঁচাও’ শিরোনামে প্রখ্যাত চিত্রশিল্পী মো. আবু সেলিমের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসি এলাকার সব রাস্তা, ফুটপাত, মিডিয়ান ও সব পাবলিক স্পেসে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। এই বছর আমরা ৫ লাখ বৃক্ষরোপণ করবো। এই বৃক্ষরোপণে কমিউনিটিকে সম্পৃক্ত করা হবে। পরিবেশ রক্ষায় কাজ করে এমন সংগঠনকে সম্পৃক্ত করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য সিটি করপোরেশনের কর্মীরা প্রতিদিন ময়লা পরিষ্কার করছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো ঢাকার রাস্তায়, ফুটপাতে, মাঠে, পার্কে, খালে, ড্রেনে প্রতিটি জায়গায় এত বেশি ময়লা, যা সংগ্রহ করতে করতে সিটি করপোরেশনের কর্মীরা ক্লান্ত হয়ে যায়। মানুষ ঢাকা শহরে নির্বিচারে যত্রতত্র ময়লা ফেলে দেয়। পরিচ্ছন্ন ঢাকা গড়তে হলে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। আমাদের সিটি করপোরেশনের কর্মীদেরও আরও দক্ষতার সঙ্গে পরিচ্ছন্নতার কাজ করার জন্য সচেষ্ট হতে হবে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।

ডিএনসিসি প্রশাসক বলেন, অনেক জায়গায় দেখা যায় ময়লা এসটিএসে (সেকেন ট্রান্সফার স্টেশন) না ফেলে খালে, বিলে ফেলে দিচ্ছে। অনেকে রান্না ঘরের জানালা দিয়ে ময়লা ফেলে দিচ্ছে। এর ফলে শহর নোংরা হচ্ছে, আমরা নিজেরা নিজেদের বাড়িঘর নোংরা করছি, পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতি করছি। বাসাবাড়ির এসব ময়লা বিশেষ করে প্লাস্টিক, পলিথিনে বৃষ্টির পানি জমে এডিস মশার জন্ম হয়। এতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলো বন্ধ করতে হবে, সবাইকে সচেতন হতে হবে।

বক্তব্য শেষে ডিএনসিসি প্রশাসক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।

(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test