E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জুনের আগেই মশার উৎসস্থলে অভিযান চালাব’

২০২৫ এপ্রিল ২৫ ১৩:৫৯:২৪
‘জুনের আগেই মশার উৎসস্থলে অভিযান চালাব’

স্টাফ রিপোর্টার : জুন মাস (বর্ষার মৌসুম) আসার আগেই মশার উৎসস্থলগুলোতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. শাহজাহান মিয়া। 

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার রবীন্দ্র সরোবরে ‘৮০০ জন মশক ও পরিচ্ছন্নতাকর্মী দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সচেতনতামূলক একটি র‍্যালি ধানমন্ডি লেক থেকে শুরু হয়ে আশপাশের এলাকা ঘুরে আবার লেকে এসে শেষ হয়।

প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, বর্ষার মৌসুম এলে বা সামান্য বৃষ্টি হলে মশা বংশ বিস্তার করে। মশার বংশ বিস্তার রোধে বর্ষার আগেই আমাদের এই বিশেষ অভিযান। আসন্ন বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবার মশক নিধন অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভবনগুলো আওতায় আনা হবে। এ বছর আমরা কার্যক্রম নিয়েছি দক্ষিণ সিটির ১৫টি খাল ও চারটি কালভার্ট আজ (শুক্রবার) রাত থেকে পরিষ্কারের কার্যক্রম শুরু হবে। এছাড়াও খালগুলো পরিচ্ছন্ন কার্যক্রম চলমান। বর্ষার মৌসুম শুরু হওয়ার আগে এবার আমাদের খাল, নর্দমা ও ড্রেনগুলো পরিষ্কার করে ফেলব। মশার আবাসস্থল আমরা পরিষ্কার রাখব।

নাগরিকদের দায়িত্বের কথা জানিয়ে প্রশাসক বলেন, নাগরিকদের গাছের টবে, আঙিনায় যেন পানি না জমে। আপনারা আপনাদের বাড়িঘর পরিষ্কার রাখেন। ডোবা, নালা ও নর্দমা আমরা (সিটি করপোরেশন) পরিষ্কার রাখবে। সম্মিলিতভাবে আমরা সবাই কাজটি করলে সুন্দর নগরী তৈরি করতে পারব।

বিভিন্ন বাসাবাড়ি, অফিসে ও নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) অভিযান পরিচালনার জন্য ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে চিঠি দিয়েছি স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পেলেই আমরা এই অভিযান কার্যক্রম পুরোদমে শুরু করব। আঞ্চলিক কর্মকর্তাদের চিঠির দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অভিযান পরিচালনা করার জন্য। জুন মাস আসার আগেই যেসব স্থানে মশার জন্ম হয়, এই স্থানগুলোতে আমরা অভিযান চালাব।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, রাস্তার ফুটপাত দখল করে যত্রতত্র যেসব দোকান আছে সেসব নিয়ন্ত্রণের জন্য আমরা একটি টাস্ক ফোর্স গঠন করেছি। নগরীতে যে কোনো জায়গার খাবারের দোকান থাকবে না। একটি সুনির্দিষ্ট জায়গায় খাবারের দোকান থাকবে, যেখানে পরিচ্ছন্ন পরিবেশ থাকবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসের দুর্নীতি ও পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের তদন্ত করার কোনো উদ্যোগ নেই। এ সময় সচিব সংশ্লিষ্ট অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে অনুরোধ জানান সাংবাদিকদের।

(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test