E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তন্ময়সহ শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ এপ্রিল ২৪ ১৯:০৫:৩৯
তন্ময়সহ শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাচাতো ভাই শেখ হেলালের ছেলে ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আজ আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানকালে এই ব্যক্তিরা বিদেশ যাওয়ার চেষ্টা করছে বলে দুদক জানতে পেরেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দরকার।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে জুয়েল ২০১৮ ও ২০২৪ সালে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য হন। তার ভাই শেখ সোহেল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং বিসিবির সাবেক পরিচালক। তাদের ভাই শেখ জালাল উদ্দিন রুবেল নৌপরিবহন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

এ ছাড়া তাদের আরেক ভাই শেখ হেলালের ছেলে শেখ তন্ময় ২০১৮ ও ২০১৪ সালে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য হন।

(ওএস/এসপি/এপ্রিল ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test