E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আ’ লীগ যেন মিছিল করতে না পারে, সে ব্যাপারে নির্দেশ

২০২৫ এপ্রিল ১৯ ১২:৫৩:২৩
আ’ লীগ যেন মিছিল করতে না পারে, সে ব্যাপারে নির্দেশ

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নত করা যায়। আমরা মূলত পরিদর্শন করছি কারণ আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা খাওয়ার জায়গাগুলো কেমন এগুলো দেখার জন্য। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা তাদের একটা তালিকা দেন। আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন।

আওয়ামী লীগের মিছিল হয়েছে, একটা অভিযোগ আসছে আওয়ামী লীগ বা তাদের দোসর যারা তারা বিভিন্ন সময়ে মিছিল করছে। এ বিষয়ে পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় থাকার বিষয়টি সামনে আসছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ অলরেডি দুইজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোরো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালো ভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এএস/এপ্রিল ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test