E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আরব বিশ্ব চুপ থাকলেও বাঙালি মুসলমান চুপ করে নেই’

২০২৫ এপ্রিল ১৬ ১৫:১২:৩১
‘আরব বিশ্ব চুপ থাকলেও বাঙালি মুসলমান চুপ করে নেই’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক আইনজীবী মনির হোসেন বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস আর বর্বরতা কোনোভাবেই থামছে না। গত ১০ বছরে ক্রমাগত বোমা-গুলিবর্ষণে ৬২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন হাজারও নারী-পুরুষ-শিশু। নিঃশেষ করে দেওয়া হয়েছে গাজার বেশিরভাগ দালান-কোঠা। এরপরও নিশ্চুপ প্রভাবশালী আরব বিশ্ব। ইসরায়েল নিয়ে তাদের কোনো পদক্ষেপ নেই। তবে বাঙালি মুসলমান আর আইন অঙ্গন চুপ নেই।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।

আইন সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেন বলেন, ফিলিস্তিনে মসজিদ আল আকসা অবস্থিত। মক্কায় মসজিদুল হারাম তথা কাবা শরীফ হওয়ার আগে মুসলমানরা আকসামুখী হয়ে নামাজ আদায় করতেন। এখানেই বেশিরভাগ নবী-রাসুলের জন্ম। একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল ফিলিস্তিন। ইহুদির কোনো ঠাঁই ছিল না। কিন্তু ১৯৪৮ সালে আমেরিকা-ব্রিটেনের সহায়তায় জায়গা পায় ইহুদিরা। এরপর থেকেই ফিলিস্তিনিদের উচ্ছেদে ষড়যন্ত্র শুরু করে তারা। আর এখন পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিলের সভাপতি মো. জমিস উদ্দিন সরকার, আইন সমিতির সাবেক সভাপতি এবিএম আনিছুর রহমান, আইনজীবী আশরাফুজ্জামান, ফিরোজ শাহ প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test