E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আওয়ামী লীগ মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিল’

২০২৫ এপ্রিল ১৬ ১৩:৪১:৫২
‘আওয়ামী লীগ মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিল’

স্টাফ রিপোর্টার : বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হামলার ঘটনায় আওয়ামী লীগ উস্কানি দিয়েছে বলে দাবি করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, “শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।”

অনলাইনে শিল্পীকে আক্রমণের উস্কানি দেওয়া হয় জানিয়ে তিনি লেখেন, “গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! ”

জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, “পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো। এক অন্যরকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।”

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

মানবেন্দ্র ঘোষ বলেন, “এ ঘটনার পর আমিসহ পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”

এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। ধারণা করা হচ্ছে, মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে মানবেন্দ্র ঘোষ জানান, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test