E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আজ বাঙালির ঐতিহ্য চৈত্রসংক্রান্তি

২০২৫ এপ্রিল ১৩ ১৩:৫৮:৫৬
আজ বাঙালির ঐতিহ্য চৈত্রসংক্রান্তি

স্টাফ রিপোর্টার : মহাকালের গর্ভে বিলীন হতে চলেছে আরও একটি বছর। আজ (রবিবার) চৈত্র মাসের শেষ দিন।

এর সঙ্গে বাংলা ১৪৩১ সালের সমাপ্তি ঘটছে। আগামীকাল শুরু হবে বাংলা নতুন বছর ১৪৩২।

সেই হিসাবে চৈত্র মাসের শেষ দিনে পালন করা হয় চৈত্রসংক্রান্তি। দিনটি ঘিরে রয়েছে বাঙালির এক গৌরবময় সংস্কৃতির ঐতিহ্য। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নানাভাবে উদযাপন করা হবে চৈত্রসংক্রান্তি।

চৈত্র সংক্রান্তি আবহমান বাংলার ঐতিহ্যবাহী অনুভূতির প্রকাশ। বছরের শেষ দিনটি পুরনোকে বিদায় জানানোর এবং নতুনকে স্বাগত জানানোর এক বিশেষ উপলক্ষ। এই দিনটির সঙ্গেই জড়িয়ে আছে বাঙালির নানা উৎসব-অনুষ্ঠান। এর সঙ্গে রয়েছে ধর্মীয় নানা আচার।

দিনটি ঘিরে গ্রামবাংলায় জমে ওঠে নানা উৎসব। হালখাতা, গ্রামীণ মেলা, লাঠিখেলা, লোকগান, সংযাত্রা, নাচ, শোভাযাত্রাসহ নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে গ্রামীণ জনপদ। খাবারেও বিশেষত্ব থাকে চৈত্রসংক্রান্তিতে। এদিন অনেকে বিভিন্ন পদের শাক খেতে পছন্দ করেন।

রাজধানীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বিদায় দিচ্ছে বাংলা ১৪৩১ সনকে। চারুকলা অনুষদের আয়োজনে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে বকুলতলায় বিকেল তিনটায়।

চৈত্রসংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।

চৈত্র সংক্রান্তিতে পুরনোকে বিদায় আর নতুনকে আলিঙ্গনের ক্ষণ। নতুন বছরের প্রথম প্রভাতে বাঙালি জাতি মিলিত হবে নবআশার আলোর খোঁজে। বিষাদ, ক্লেশ, জীর্ণতা ও অন্ধকার পেছনে ফেলে সবাই পথ ধরবে ঐক্য, আনন্দ ও আলোকিত আগামীর দিকে।

(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test