E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পহেলা বৈশাখে ঝুঁকি নেই’

২০২৫ এপ্রিল ১৩ ১৩:৫৫:২৩
‘পহেলা বৈশাখে ঝুঁকি নেই’

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় ফ্যাসিবাদের মোটিফে আগুনের ঘটনা পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার আগেই উদঘাটনের আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি তিনি জড়িতদের গ্রেপ্তারেরও আশা প্রকাশ করেছেন।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় রাজধানীর রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ডিএমপি কমিশনার বলেন, আপনারা জানেন, গত পরশু রাতের একটি সময়ে শোভাযাত্রায় ব্যবহারের জন্য তৈরি করা একটি মোটিফে একদল দুষ্কৃতকারী আগুন দিয়েছে। এই বিষয়ে একটি মামলা শাহবাগ থানায় করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মামলাটি উদঘাটনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তদন্তকালীন আমরা মামলা নিয়ে কোনো কথা বলি না। শুধু এটুকু বলছি, আমরা অত্যন্ত ক্লোজ। খুব নিকটে পৌঁছে গেছি মামলাটি উদঘাটনের ক্ষেত্র। আমরা আশা করছি, শোভাযাত্রা শুরুর আগেই মামলাটি উদঘাটনের ক্ষেত্রে চলে যাবো। সম্ভব হলে এর ভেতরেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতেও সক্ষম হবো।

পহেলা বৈশাখ ঘিরে কোনো আশঙ্কা আছে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, কোনো ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী আছে। গোয়েন্দা সংস্থা রয়েছে। আমাদের কোনো ঝুঁকির কথা জানানো হয়নি।

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা তদন্ত করছি। মামলা চলমান রয়েছে। তাই এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত বলবো।
(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test