আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায়

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এসব তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হবে। সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।
শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় , শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশ পথ ও সংলগ্ন সড়ক বন্ধ থাকবে। শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার্থে আশপাশ দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। শেষ প্রান্ত দিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুদিনের ঐতিহ্য ও স্বকীয়তা অব্যাহত রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক করার জন্য লোক-ঐতিহ্য ও ২৪ এর চেতনাকে ধারণ করে আরও বড় পরিসরে এবং বৈচিত্র্যপূর্ণভাবে এবছর শোভাযাত্রায় সর্বজনীন অংশগ্রহণের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় এবছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেবেন। এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবছর থাকছে ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ।
শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না বলে বিবৃতিতে জানিয়ে বলা হয়, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা, বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
কোন কোন রাস্তা দিয়ে প্রবেশ করা যাবে মর্মে বলা হয়, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ রাজু ভাস্কর্যের পেছনের গেট, চারুকলা অনুষদ সম্মুখস্থ ছবির হাটের গেট এবং বাংলা একাডেমির সম্মুখস্থ রমনা কালী মন্দির সংলগ্ন গেট বন্ধ থাকবে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ক্যাম্পাসে নববর্ষের সব ধরনের অনুষ্ঠান আগামীকাল বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ৫টার পর কোনোভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে। নববর্ষ উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেট ও পলাশী মোড় সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন।'
হেল্প ডেস্কে ও টয়লেট ব্যবহারের সামগ্রিক নির্দেশনায় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এবং অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে। হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশপাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।
নববর্ষ উপলক্ষে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- মিরপুরে আওয়ামী লীগ নেতার জবরদখলে থাকা দোকান ঘর ফের দখলের চেষ্টা ইউনুসের
- বন্দীদের নিয়ে কারাগারে বাংলা নববর্ষ উদযাপন
- জুলাই গণহত্যা: অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
- ‘সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদ যেন আর ফিরে না আসে’
- সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
- ‘নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা’
- ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ
- মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- ‘নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া’
- ‘আ.লীগের মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে’
- ‘সবার সহযোগিতায় ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল’
- নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত
- পাংশায় আড়ম্বরে বিএনপির পহেলা বৈশাখ উদযাপন
- পহেলা বৈশাখে পাংশা উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন
- পশ্চিমাঞ্চল রেলওয়ের ৫ ট্রেনের যাত্রা বাতিল
- মেয়ে পরিচয়ে মোবাইলে প্রেমের সম্পর্কে যুবক অপহরণ, গোপালগঞ্জ থেকে উদ্ধার
- হাতি-ঘোড়া নিয়ে ঈশ্বরদীতে বর্ষবরণ
- নগরকান্দায় সেজেছে হাসি মুখে বাংলা নববর্ষ
- নববর্ষ উপলক্ষে চাটমোহরে ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা
- ঝিনাইদহে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
- ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা
- ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- শৈলকুপায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম
- গোপালগঞ্জে বর্ষবরণ
- বৈশাখ
- পাইওনিয়ার ফাইভজি পার্টনার অ্যাওয়ার্ড পেলো হুয়াওয়ে বাংলাদেশ
- মদন প্রেসক্লাবের কমিটি গঠন
- যাঁর সাহসে স্বপ্ন ছুঁ'লো দেশ
- প্রতি মুহূর্ত মৃত্যু ঝুঁকি নিয়ে চলে একটি শরণার্থী পরিবার
- করোনার ঝুঁকি সত্ত্বেও পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট
- মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
- নোয়াখালীর সুবর্ণচরে কৃতি ছাত্র সম্মাননা
- উকিলের বুদ্ধি
- রবীন্দ্রনাথ ঠাকুর’র কবিতা
- ভোলার তজুমদ্দিনে সরকারি খাল বিক্রি, নীরব প্রশাসন
- মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন আছে ‘চিকিৎসা’ নেই
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন কুষ্টিয়ার মিঠুন আলী
- ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন
- ঝালকাঠির দুইটি আসনে নৌকার জয়
- ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবস
- নীলফামারীতে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর
- মিয়ানমারে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১৪৪
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ১
- জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
১৪ এপ্রিল ২০২৫
- জুলাই গণহত্যা: অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
- ‘সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদ যেন আর ফিরে না আসে’
- মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- ‘সবার সহযোগিতায় ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল’
- ‘এবারের আনন্দ শোভাযাত্রার কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই’
- ‘পহেলা বৈশাখ বাঙালির মহাঐক্যের দিন’
- পানির বোতলের মোটিফে শোভাযাত্রায় মুগ্ধকে স্মরণ
- আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’
- ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার’
- আজ পহেলা বৈশাখ, নববর্ষের প্রথম দিন