E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় দুই কোটি ৬৬ লাখ টাকা

২০২৫ এপ্রিল ০৬ ১৩:০২:১৭
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় দুই কোটি ৬৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে উত্তরাঞ্চলের মানুষের কর্মস্থলে ফেরার শেষ দিনে যমুনা সেতুতে ২ কোটি ৬৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। এদিন স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি যানবাহন চলাচল করেছে।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়।

রবিবার (৬ এপ্রিল) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৭৯৮টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে চলেছে ১৪ হাজার ৮৭২ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ২৭ হাজার ৯২৬টি যানবাহন চলাচল করেছে।

তিনি বলেন এসব যানবাহনের মধ্যে বাস চলাচল করেছে ১৩ হাজার ৩০০, ট্রাক ৪ হাজার ৬৩৯, অন্যান্য হালকা যানবাহন ১৩ হাজার ৬২৭ এবং মোটরসাইকেল চলাচল করেছে ১১ হাজার ২৩২টি। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা।

এর আগে শনিবার (৫ এপ্রিল) ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৮২১টি যানবাহন চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১০০ টাকা।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test