E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে

২০২৫ এপ্রিল ০১ ১৫:১৯:৫১
ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে

স্টাফ রিপোর্টার : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এ খুশিকে সবার সঙ্গে ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ফেরেন সবাই। তবে টিকিট না পাওয়ায় কারও কারও স্বপ্ন ভঙ্গ হয়। ঈদের আগে ফেরা হয় না প্রিয়জনের কাছে। সে কারণে ঈদ পরবর্তী দিনগুলোকে বাড়ির পথে যাত্রার দিন হিসেবে বেছে নেন তারা। সে অনুযায়ী, আজ অনেকেই রাজধানী ছাড়ছেন। আজ মঙ্গলবার মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, কেউ একা আবার কেউবা পরিবার নিয়ে সকাল থেকেই আসছেন মহাখালী বাসটার্মিনালে। মোটামুটি সবারই গন্তব্য ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকার আশপাশের জেলাগুলো। তবে এবারের যাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই। বরং অন্যান্যবারের চেয়ে ‘বাড়ি ফেরা’ স্বস্তির বলে জানান একাধিক যাত্রী।

কাউন্টার মালিকরা বলছেন, লম্বা ছুটি হওয়ায় ঈদের পরদিনেও মানুষ বাড়ি ফিরছে। মোটামুটি চাপও রয়েছে।

মহাখালী বাসটার্মিনালের মতো কমলাপুর রেলস্টেশনেও একই চিত্র।

নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য ভোর থেকেই সেখানে যাত্রীরা আসছেন। আন্তঃনগর ট্রেনগুলোতে চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে উপচেপড়া ভিড়।

আবার এমনও দেখা গেছে, টিকিট না পেয়ে গন্তব্যে যেতে অনেকেই আন্তঃনগর ট্রেনে চেপে বসছেন। এতে করে সেখানে বাড়ছে যাত্রীর চাপ।

তাদের অভিযোগ, ভিড় এড়াতে ঈদের পরে যাত্রা করেও কেনো পাওয়া যাচ্ছে না ট্রেনের টিকিট।

এদিকে রেলওয়ে সূত্র বলছে, ঈদের পরদিন ট্রেনের পর্যাপ্ত শিডিউল নেই। সে কারণে যাত্রী অনুযায়ী দেওয়া যাচ্ছে না টিকিট। শিডিউল স্বাভাবিক হবে বুধবার থেকে। তখন থেকে আর সমস্যা হবে না।

(ওএস/এসপি/এপ্রিল ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test