E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

 

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৪

২০২৫ মার্চ ২৫ ১৯:০৫:৩০
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৪

স্টাফ রিপোর্টার : জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরজুড়ে ৬৬৭টি টহল দল ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর ৫০টি থানা এলাকায় দুই পালায় মোট ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাতে ৩৪০টি এবং দিনে ৩২৭টি টহল টিম কাজ করে। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি চেকপোস্ট বসানো হয়।

ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ছয়জন ডাকাত, সাতজন সক্রিয় ছিনতাইকারী, একজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী।

তিনি আরও জানান, অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি গাড়ি, ২৩টি প্রিন্টেড স্মার্ট কার্ড, ছয়টি মোবাইল ও ১৮টি পাসপোর্ট। এছাড়া মাদকের মধ্যে রয়েছে ২৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৫১ পিস ইয়াবা ও ছয় গ্রাম হেরোইন।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ওএস/এসপি/মার্চ ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test