E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জরুরি অবস্থা জারির খবরটি গুজব’

২০২৫ মার্চ ২৪ ১৭:২৯:২৩
‘জরুরি অবস্থা জারির খবরটি গুজব’

স্টাফ রিপোর্টার : দেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির খবরটি গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আজ সোমবার বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না। জরুরি অবস্থা জারির কথা কেউ কেউ বলছেন। সেনাবাহিনী পুরোটাই দেখবে। এই ধরনের সম্ভাবনা কিংবা আলোচনা আছে কি না- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এগুলো গসিপ, আলাপ-আলোচনা হচ্ছে। দু’একজন কথা বলছেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই।

তিনি বলেন, আমাদের যেভাবে কাজ আছে সেটা আমরা জারি রাখবো। সেভাবেই চলতে থাকবে। আমার দুজন অফিসার সারারাত ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে। আমরা সবাই চেষ্টা করছি যেন যে স্থিতিশীলতা আছে, সেটা যেন অব্যাহত থাকে।

সামনে ঈদের নয় দিনের দীর্ঘ ছুটিতে মানুষের নিরাপত্তার বিষয়ে নাসিমুল গনি বলেন, আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে, প্রতি রাতে দুজন অফিসার ঢাকা শহরে টহল কতদূর হচ্ছে না হচ্ছে, সেটা তারা সরাসরি গিয়ে দেখছেন। আমরা সতর্ক রয়েছি।

তিনি বলেন, বরাবর ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলোই এবারও নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবো যেন অপ্রীতিকর কিছু না ঘটে।

কোনো হুমকি আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, আমার নলেজে নেই, নরমাল যেমন ঝুঁকি থাকে সবকিছু সেরকমই আছে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test