E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা

২০২৫ মার্চ ২৪ ১৪:৫৩:০৯
আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে গনঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’।



সোমবার (২৪ মার্চ) এ উপলক্ষে রাজধীনের জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনের সময় সব গুম, হত্যা, খুনেও বিচার দাবি করে। পাশাপাশি জুলাইয়ের হত্যার বিচার ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদানের কথা জানায়।

শহীদ পরিবারের সদস্যরা বলেন, কোনোভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে রাখা যাবে না। কোনো দল বা গোষ্টি যদি আঁতাত করার মাধ্যমে ওই দলকে ফেরাতে চায় তবে তারা দেশের শত্রু।

তারা বলেন, শহীদ পরিবারের প্রতি বর্তমান সরকার উদাসীন। তারা বিগত আট মাসেও শহীদদের মামলাগুলোর আসামিদের গ্রেফতার করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনী ওইসব মামলা ও এর তদন্ত এগিয়ে নিতে গড়িমসি করছে।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ গত ২২ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে। প্রাথমিকভাবে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি রয়েছে সংগঠনটির।

(ওএস/এএস/মার্চ ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test