E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১০ ঘণ্টায় ট্রেনের ৭২ হাজার ৪২৬ টিকিট বিক্রি

২০২৫ মার্চ ২০ ২৩:০২:১৭
১০ ঘণ্টায় ট্রেনের ৭২ হাজার ৪২৬ টিকিট বিক্রি

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন ছিল আজ। এদিন ১০ ঘণ্টায় সারাদেশে ৭২ হাজার ৪২৬টি টিকিট বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের সূত্রে এই তথ্য পাওয়া গেছে। আজ বিক্রি হচ্ছে আগামী ৩০ মার্চের টিকিট।

তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। আর দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোর ২৮ হাজার ৭৬৮টি আসনের টিকেট বিক্রি হয়। এছাড়া সারাদেশে ৪৩ হাজার ৬৫৮টি আসনের টিকেট বিক্রি হয়েছে। সব মিলে মোট আসনের টিকিট বিক্রি হয়েছে ৭২ হাজার ৪২৬টি।

আরও জানা গেছে, ৩০ মার্চের জন্য ঢাকা থেকে দুই অঞ্চলের ট্রেনের মোট আসন ৩২ হাজার ১১৫টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৬৩ হাজার ৯৫৯টি।

(ওএস/এএস/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test