E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এমিরেটসের এ৩৫০ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে নতুন ৭টি গন্তব্য

২০২৫ মার্চ ২০ ১৮:২৫:০৫
এমিরেটসের এ৩৫০ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে নতুন ৭টি গন্তব্য

বিশেষ প্রতিনিধি : বেশ কিছু এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের ডেলিভারি পেতে যাচ্ছে এমিরেটস এবং এর উপর ভিত্তি করেই আরও নতুন ৭টি গন্তব্যে এই উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে এয়ারলাইনটি। এসব গন্তব্যগুলোর মধ্যে রয়েছে- তিউনিস, আম্মান, ইস্তানবুল, দাম্মাম, হো চি মিন সিটি, বাগদাদ এবং অসলো। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ৭টি গন্তব্যের খবর জানিয়েছে।

আগামী মাসগুলোতে কয়েকটি দূরপাল্লার গন্তব্যে এ৩৫০ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও বাহরাইন এবং কুয়েতে এ৩৫০ ফাইটের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

ইতোপূর্বে এমিরেটস শুধুমাত্র এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ পরিচালনা করলেও সম্প্রতি এয়ারলাইনের বহরে যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০। এমিরেটসের নতুন এই উড়োজাহাজের বৈশিষ্ট্য হলো সুপরিসর কেবিন, আরামদায়ক আসনবিন্যাস, আকর্ষণীয় ইন্টেরিয়র এবং উন্নত প্রযুক্তির ব্যবহার।

উড়োজাহাজটিতে মোট ৩১২টি আসন রয়েছে যার মধ্যে বিজনেস শ্রেণীতে নতুন প্রজন্মের ৩২টি লাই-ফ্ল্যাট আসন। আসন বিন্যাস ১-২-১ হওয়ার ফলে প্রতি যাত্রী সরাসরি আইলের সঙ্গে যুক্ত থাকছেন। এছাড়াও প্রতিটি আসনের সঙ্গে যুক্ত থাকছে একটি মিনিবার। প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি কেবিনে যথাক্রমে ২১টি এবং ২৫৯টি যাত্রী আসন রয়েছে।

এমিরেটসের এই উড়োজাহাজগুলোতে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের বিভিন্ন প্রোডাক্ট ও সেবা। যাত্রী সেবায় সর্বোচ্চ সম্ভব প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যেমন বিজনেস শ্রেণীতে ওয়্যারলেস চার্জিং, সকল শ্রেণীতে ইলেকট্রিক উইন্ডো ব্লাইন্ড, বিনোদন ব্যবস্থার স্ক্রীনে কল বেল বাটন, প্রতিটি আসনের সঙ্গে ৬০ ওয়াটের ইউএসবি-সি চার্জিং ইত্যাদি। ইনফ্লাইট বিনোদন ব্যবস্থার স্ক্রীনে যাত্রীরা সিনেম্যাটিক ডিসপ্লেসহ আধুনিক অনেক ফিচার উপভোগ করতে পারবেন।

(এসকেকে/এসপি/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test