E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে ঢাকায় দূতাবাস স্থাপনের অনুরোধ রাষ্ট্রদূত মুশফিকুলের

২০২৫ মার্চ ২০ ১৪:১০:২৭
মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে ঢাকায় দূতাবাস স্থাপনের অনুরোধ রাষ্ট্রদূত মুশফিকুলের

স্টাফ রিপোর্টার : মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় দেশটির প্রেসিডেন্টের কাছে ঢাকায় মেক্সিকান দূতাবাস স্থাপনের জন্য অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এ ছাড়া তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, যা বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি বিনিময় বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল প্রেসিডেন্ট শেইনবাউমের কাছে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানান।

তিনি বলেন, এই উদ্যোগ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

প্রেসিডেন্ট শেইনবাউম রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দেশীয় পোশাক পাঞ্জাবি-পাজামা ও কটি পরিহিত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ঐতিহাসিক ন্যাশনাল প্যালেস পরিদর্শন করেন, যা মেক্সিকোর প্রেসিডেন্টের দপ্তর ও সরকারি বাসভবন।

(ওএস/এএস/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test