E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোস্টগার্ডের সঙ্গে দুর্ধর্ষ ডাকাত দলের গোলাগুলি, অস্ত্র উদ্ধারসহ আটক ১

২০২৫ মার্চ ১৮ ১৭:৪৪:০৯
কোস্টগার্ডের সঙ্গে দুর্ধর্ষ ডাকাত দলের গোলাগুলি, অস্ত্র উদ্ধারসহ আটক ১

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও একদল দুর্ধর্ষ ডাকাত গ্রুপের মধ্যে এলোপাথাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। গত রবিবার মধ্য রাতে কালারমারছড়া সামিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলাম নামে একজন দুর্ধর্ষ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকালে কোস্ট গার্ড জানায়, মহেশখালীর কালারমারছড়া সামিরাঘোনা এলাকায় একটি ডাকাতির প্রস্তুতির চলছে এমন তথ্য পাওয়া যায়।

এই খবরের ভিত্তিতে ওইদিন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গোলা বর্ষণ শুরু করে। পরে কোস্ট গার্ডও ফাঁকা গোলা বর্ষণ করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে ডাকাত দল পুনরায় এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম (৩২) গুলিবিদ্ধ হন। তখন অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে অভিযানিক দল ঘটনাস্থল হতে আহত ডাকাতকে ২ টি অস্ত্র, ২ রাউন্ড তাজা গোলা, ১ রাউন্ড ফাঁকা গোলা এবং ৩ টি দেশিয় অস্ত্রসহ তাকে আটক করে। আহত ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে মহেশখালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(এস/এসপি/মার্চ ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test