E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তল-গুলি-ম্যাগাজিনসহ নৌকা জব্দ

২০২৫ মার্চ ১৬ ১৭:৩০:৪৬
কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তল-গুলি-ম্যাগাজিনসহ নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের গজারিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র এবং একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কালিরচর গুয়াগাছা সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত একদল সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযানে থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ অন্যান্য অপকর্ম করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ড ঢাকা জোন এবং গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে দল নৌকায় থামার সংকেত দেওয়া হয়। পরে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে নৌকাটি দ্রুত নদীর পাড়ে ঠেকিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরবর্তীতে নৌকাটি তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র পাওয়া যায়।

তিনি আরও বলেন, বর্তমানে জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন, গোলা এবং কাঠের বোট আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গজারিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত লাইটার, কোস্টার ও অন্যান্য নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। টহলের পাশাপাশি আকস্মিক সাঁড়াশি অভিযান, মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড আওতাধীন এলাকা সমূহে ডাকাতি, চোরা চালান, মাদক পাচার, ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

(এস/এসপি/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test