E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শহীদ মিনার অভিমুখে যাত্রা, ইনকিলাব মঞ্চকে পথেই আটকে দিলো পুলিশ

২০২৫ মার্চ ১৫ ১৩:৪৯:০৩
শহীদ মিনার অভিমুখে যাত্রা, ইনকিলাব মঞ্চকে পথেই আটকে দিলো পুলিশ

স্টাফ রিপোর্টার : সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দিয়েছে ধর্ষণবিরোধী আন্দোলনকারী বাম সংগঠনগুলো।

গণমিছিলের ডাক দেওয়া বাম সংগঠনগুলোকে রাজপথ থেকে প্রতিহতের ঘোষণা দিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর ও টিএসসির মধ্যবর্তী স্থানে পুলিশ তাদের বাধা দেয়।

এসময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে এর আগে গণমিছিলের ডাক দেওয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহীদমিনার অভিমুখে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনের হাতে সোপর্দ করবেন বলে জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত 'ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে' প্রতিবাদী জুলাই জমায়েতে অংশ নিয়ে তিনি এসব বলেন।

শরিফ ওসমান হাদি বলেন, এগুলো কেউ নারীবাদী না। এরা সবাই দিল্লিবাদী। দিল্লির প্রেসক্রিপশনে, র-এর প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি পাচার হওয়া টাকায় সারা বাংলাদেশের রাজপথে নামবে। যে রক্ত আবু সাঈদ দিয়েছে আমাদের রক্ত থাকতে আমরা সেই রক্ত নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেবো না। শাহবাগীরা ১২টায় শহীদ মিনারে নামবে। এখনো নেমেছে কি না জানি না। যদি নামে, ঠিক ১২টার সময় জুলাই জনতাকে নিয়ে শহীদ মিনার অভিমুখে আমরা মার্চ করবো।

(ওএস/এএস/মার্চ ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test