E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘এতদিন অসীম দুর্নীতি চলেছে’

২০২৫ মার্চ ১৪ ২৩:৫৩:৪২
‘এতদিন অসীম দুর্নীতি চলেছে’

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এতদিন ধরে অসীম দুর্নীতি চলেছে। যাদের সুবিধা পাওয়ার কথা তাদের না দিয়ে নিজেদের পছন্দের লোকজনকে দিয়ে দিয়েছে, টাকা-পয়সারও লেনদেন হয়েছে। কিন্তু যাদের ন্যায্য পাওনা ছিল তারা পায়নি।

তিনি বলেন, এ ভুল আর করা যাবে না। যাতে কোনো ধরনের দুর্নীতি হতে না পারে সেজন্য প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে।তত্ত্বাবধান ঠিকমতো হতে হবে, কার কী দায়িত্ব পরিষ্কার হতে হবে।

১৪ মার্চ (শুক্রবার) কক্সবাজারের খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুর্নবাসন প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন ড. ইউনূস।

তিনি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন বিষয়, প্রকল্পের ঘর কাদেরকে দেওয়া হয়েছে, কী প্রক্রিয়ায় দেওয়া হয়েছে সেসব বিষয়ে জানতে চান।

এছাড়া তালিকা করার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ এবং দায়িত্ব বণ্টন ও জবাবদিহিতা নিশ্চিতে জোর দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, যাদেরকে পুর্নবাসন করার কথা তারাই বাড়িঘরগুলোতে উঠতে পারছে কি না, অন্য কেউ এসে নিয়ম না মেনে অসাধু উপায়ে উঠে পড়ছে কি না এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। ভবন তো টাকা দিলেই নির্মাণ হচ্ছে। কিন্তু যে লক্ষ্যে ভবন নির্মাণ করতে চাচ্ছি সেটা পূরণ না হলে তো এসবের কোনো অর্থ নেই।

প্রকল্পের একটি জমি ২০১৭ সাল থেকে বেক্সিমকো গ্রুপ দখলে রেখেছে বলেও সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টাকে জানান। আগামী কয়েকদিনের মধ্যেই এটি নিয়ে আদালতের রায় হওয়ার কথা রয়েছে।

পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্টরা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারা জানান, প্রকল্পের ৮২ শতাংশের কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ডিসেম্বরের নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।

(ওএস/এএস/মার্চ ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test