E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এমপিও-ভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক অবরোধ

২০২৫ মার্চ ১২ ১৪:৪৪:৩২
এমপিও-ভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও-ভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার বেলা সোয়া ১২টার দিকে কদম ফোয়ারা মোড় অবরোধ করে কর্মসূচি পালন করে তারা। এতে পল্টন থেকে সচিবালয় এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। তবে দুপুর ১২টা ৫৫ মিনিটে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, সারা বাংলাদেশে ১৭৭২টি প্রতিবন্ধী স্কুল ২০২০ সালে অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন করার পরেও তাদের আবেদন গ্রহণ করা হয়নি। কোনো কোনো শিক্ষক এসব বিদ্যালয়ে ১৫-১৬ বছর ধরে বিনা বেতনে কর্মরত। শিক্ষকরা গত ১৮ দিন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করার দাবি জানান তারা।

প্রতিবন্ধী শিক্ষক আন্দোলনের সমন্বয়ক ইলিয়াস রাজ বলেন, শিক্ষকরা গত ১৮ দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ খবর নেয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষকরা রাস্তায় নেমেছে। আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেলে আন্দোলন তুলে নেবেন বলে জানান তিনি।

(ওএস/এএস/মার্চ ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test