E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘১৫ রমজানের আগে রাস্তা সংস্কার করা হবে’

২০২৫ মার্চ ০৯ ২০:০৮:৪৭
‘১৫ রমজানের আগে রাস্তা সংস্কার করা হবে’

স্টাফ রিপোর্টার : ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কারকাজ করা হবে। আজ রবিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায় মন্তব্য করে ফাওজুল কবির খান বলেন, প্রতিবার ঈদের আগে এ ধরনের একটি আলোচনা হয়। ঈদযাত্রা যেন দ্রুত এবং নিরাপদ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন বিভাগের সবাই ছিলেন। পরিবহন মালিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন। আমরা সবাই একসঙ্গে কাজ করছি।

বিআরটিএ এবং সিটি করপোরেশনের একটা কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে- এগুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে।

এবার আশা করছি যানজট কম হবে বলে আশাবাদ ব্যক্ত করে ফাওজুল কবির খান বলেন, টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিকপক্ষ আশ্বস্ত করেছে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন, তারা একদিন আগে-পরে করে যেতে পারবেন।

(ওএস/এসপি/মার্চ ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test