E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান আজহারীর

২০২৫ মার্চ ০৯ ১৩:৫১:০৮
ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান আজহারীর

স্টাফ রিপোর্টার : ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

আজ রবিবার (৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের কমেন্টবক্সে এই আহ্বান জানান তিনি।

ফেসবুকের ওই পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘বাকরুদ্ধ বাংলাদেশ! পুরো জাতি যেন আজ স্তব্ধ! এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা?’

পোস্টের কমেন্টবক্সে তিনি লিখেছেন, ‘ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়। দেশের আইন ও বিচারব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে, মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে। ক্ষমতার বলে ও আইনের ফাঁকফোকর মাড়িয়ে এরা সবসময় থাকে ধরাছোঁয়ার আড়ালে। ’

আজহারী আরও লেখেন, ‘দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে। ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক— এটাই আজ গণমানুষের দাবি। ’

এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।

সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। যে ঘটনায় গোটা দেশ উত্তাল। ধর্ষক দুলাভাই, বোনের শ্বশুর ও ভাশুরের দ্রুত কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ চলছে। ইতোমধ্যে অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। নিপীড়নের শিকার শিশুর অবস্থা খুবই সংকটাপন্ন। এখনও জ্ঞান ফেরেনি। রাজধানীর সিএমএইচে চিকিৎসা চলছে।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test