E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঈদে নিরাপদ যাতায়াতে করণীয় ঠিক করতে বিশেষ সভা রবিবার

২০২৫ মার্চ ০৫ ১৫:০০:২৯
ঈদে নিরাপদ যাতায়াতে করণীয় ঠিক করতে বিশেষ সভা রবিবার

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, সেতু ও রেলপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আগামী রবিবার (৯ মার্চ) দুপুর ২টায় বিশেষ সভা ডাকা হয়েছে।

বুধবার (৫ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিআরটিএ সংস্থাপন শাখার সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, ঢাকার বিদ্যুৎ ভবনের বিজয় হলে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতিত্ব করবেন।

সভায় আরও উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ডিএমপি কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

(ওএস/এএস/মার্চ ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test