E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভাষা শহীদদের প্রতি জাতীয় নাগরিক কমিটির শ্রদ্ধা

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৪:০৭:১৭
ভাষা শহীদদের প্রতি জাতীয় নাগরিক কমিটির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে জাতীয় নাগরিক কমিটির (জানাক) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অন্য নেতারা।

পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ১৯৫২ সালে আমাদের পূর্বসূরিরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিলেন। তাদেরও বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল। কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিই।

তিনি বলেন, একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা যখন রাজপথে নেমে যায়, তখন আবারো বাধা দেওয়া হয়েছে। আমাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের পূর্বসূরিদের মতো আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ১৯৪৭ থেকে ১৯৫২, ১৯৭১ থেকে ২০২৪ একই সূত্রে গাঁথা। চব্বিশের স্পিরিটকে ধারণ করে বায়ান্ন, একাত্তরে উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। এটিই আজ আমাদের শপথ।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষের রাজনীতি নির্মাণের ভাষা যখন তৈরি হয়েছে, তখন আমরা সারা দেশের মানুষের কাছে আবেদন জানাব, বায়ান্ন, একাত্তর কিংবা চব্বিশ- প্রত্যেক আন্দোলনে, প্রত্যেক সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।

তিনি বলেন, বাংলাদেশে কোনো হানাহানি, মারামারি থাকবে না। বায়ান্ন, একাত্তর, চব্বিশের চেতনাকে ধারণ করে, সুন্দর, সাম্য, সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই, বাংলা ভাষাকে সরকারি বিল-পত্র থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিক্রমায় নিয়ে আসা হোক।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দাঁড়িয়ে সম্মান জানান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাত ১২টা ১৩ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test